বালি-জগাছা: বালি হল্টে চলন্ত বাসে আগুন ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন
ধুলাগর নয়াবাদ রুটের একটি চলন্ত বাসে আগুন বালি হল্ট ব্রিজে ট্রাফিক পুলিশের তৎপরতা প্রাণে বাজলো বাসযাত্রীরা। বালি পুলিশের আধিকারিক সুব্রত চন্দ্র ঘটনাস্থলে বাসে ধোঁয়া দেখে যাত্রীদের সঙ্গে সঙ্গে নামিয়ে দেয় ২৫-৩০ জন যাত্রী ছিল বাসে। বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে দমকলের দুটো ইঞ্জিন তৎপরতার সঙ্গে এসে আগুন নেভায়। বালি হল্ট আগুন লাগার কারণে সাময়িক যানজট হয়, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক।