উত্তর দিনাজপুরের ১০৫টি সড়ক প্রকল্পের KML ফাইল কেন্দ্রে জমা দিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল৷ শুক্রবার বিকালে জানান রায়গঞ্জের সাংসদ। উত্তর দিনাজপুর জেলার গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। তিনি কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে জেলার ১০৫টি সড়ক প্রকল্পের বিস্তারিত KML ফাইল জমা দেন।