নলহাটি ২: নগরা গ্রামে সিপিআইএমের BLA ও কর্মী সমর্থকদের নিয়ে কর্মশালায় উপস্থিত এরিয়া কমিটির সম্পাদক কমরেড খাইরুল হাসান
চার ই নভেম্বর মঙ্গলবার বিকেল চারটে নাগাদ অনুষ্ঠিত হয় নলহাটি দুই নম্বর ব্লকের নগরা গ্রামে সিপিআইএমের কর্মশালা। ব্লকের ভদ্রপুর এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত BLA দের ও পার্টি কর্মীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক ও জেলা কমিটির সদস্য কমরেড খাইরুল হাসান এছাড়াও উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সদস্য কমরেড সমর দাস, রমজান আলী, শুভেন্দু রায়, বর্ষিয়ান নেতা কমরেড আব্দুস সালাম সহ আরো অনান্য নেতৃত্বরা।