শাঁখারীপুকুর সদরঘাট রোডে প্রাত ভ্রমণে বেরিয়ে অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধর। মৃতের নাম গোপাল চন্দ্র সামুই(৬৮) শহর বর্ধমানের শাঁখারী পুকুরে তার বাড়ি। জানা গেছে আজ শুক্রবার ভোরে প্রাত ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। শাঁখারি পুকুর সদরঘাট রোডে অজানা গাড়ি তাকে ধাক্কা মেরে পালায়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় রাস্তার ধারে তিনি পড়েছিলেন। বর্ধমান থানার পুলিশ এদিন ভোর পাঁচটায় তাকে উদ্ধার করে Bmch এ নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক