সিপিআইএম পার্টির ঢেলাতবামু লোক্যাল কমিটির প্রাক্তন সম্পাদক তথা এলাকার বর্ষিয়ান সিপিআই এম নেতা পশুপতি মাহাতোর স্মরণসভা আয়োজিত হল ঝরিয়া গ্রামে তার নিজ বাসভবনে, শুক্রবার বিকেলে। এরিন স্মরণসভায় প্রয়াত নেতার ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন সঙ্গে তার স্মৃতিচারণা করলেন উপস্থিত সিপিআইএম পার্টির সমস্ত নেতা ও কর্মীরা। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য মোঃ ইব্রাহিম, রাজ্য কমিটির প্রাক্তন বর্ষীয়ান নেতা মনিন্দ্র গোপ বরাবাজার দু'নম্বর এরিয়া কমিটির সম্পাদক