ময়ূরেশ্বর ২: শোভা যাত্রার মধ্য দিয়ে দুটি কালী প্রতিমা নিরঞ্জন কোটাসুর
আজ সন্ধ্যা নাগাদ বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর গ্রামে দুটি কালী প্রতিমা নিরঞ্জনের আয়োজন করল কোটাসুর গ্রামবাসী মূলত আজ সন্ধ্যা নাগাদ দুটি কালী কেই বরণ পর্ব সেরে নেওয়ার পর গ্রাম জুড়ে শোভাযাত্রার মধ্য দিয়ে কালী প্রতিমা নিরঞ্জন এর আয়োজন করা হলো। আজ সন্ধ্যায় সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায় , যেখানে দেখা গেল কোটাসুরে শোভাযাত্রার মধ্য দিয়ে কালী প্রতিমা নিরঞ্জন এর আয়োজন করল কোটাসুর গ্রামবাসী।