SIR হেয়ারিং এর জন্য ডিএম অফিসের কর্মী বলে পরিচয় দিয়ে ভুয়ো ফোন! হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোত চিন্তামন ২১০ নং বুথের এই ঘটনায় আতঙ্কে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন বধূ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী রুবা বিবির বাবার বাড়ি বিহারের গাইঘাটা অঞ্চলে। বিবাহসূত্রে জোতচিন্তামনের বাসিন্দা তিনি। ২০০২ সালের আগেই তাঁর বাবা-মায়ের মৃত্যু হয়। তাই শেষ এসআইআরের তালিকায় তাঁদের নাম ছিল না। তবে, এবারের খসড়া তালিকায় রুবার নাম রয়েছে।