রামপুরহাট ১: জমিতে থাকা পাকা ধানের গাদায় আগুন ধরিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতকারীরা, কুসুমডই গ্রামে
জমিতে থাকা পাকা ধানের গাদায় আগুন ধরিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতকারীরা। আগুনে পুড়ে ছাই ৮ জন কৃষকের ১০-১২ বিঘা জমির পাকা ধান। পুড়ে যাওয়া ধানের মূল্য কয়েক লক্ষ টাকা। ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুসুমডই গ্রামে। পাকা ধান পুড়িয়ে দেওয়ায় মাথায় হাত গরীব চাষীদের।