মালদহের চাঁচল ১ ব্লকের অলিহোন্ডা গ্রাম পঞ্চায়েতের নলকুটিয়া এলাকায় মুখ থুবড়ে রয়েছে পানীয় জলের সাব মার্সিবল। পঞ্চায়েতের তরফে ওই এলাকায় জল সঙ্কট মেটাতে সাব মার্সিবল পাম্প বসানো হয় প্রায় একবছর আগে। বাসিন্দাদের দাবি,চারমাস ধরে জল পরিসেবা পাওয়া যাচ্ছেনা। সেটি মেরামতের উদ্যোগ নেওয়া হোক পঞ্চায়েতের তরফে। শুক্রবার দুপুর দুটো নাগাদ এমনই জল প্রকল্পের বেহাল ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়।