পুরুলিয়া শহরের অলঙ্গীডাঙ্গা মোড়ে দুটি লরির ধাক্কা বেশ কয়েকটি দোকানে। ঘটনা জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ । আজ ভোররাতে ঘটনাটি ঘটেছে অলঙ্গীডাঙ্গা মোড়ের অদূরে। ভেঙে গিয়েছে বেশ কয়েকটি দোকান।
পুরুলিয়া ২: পুরুলিয়া শহরের অলঙ্গী ডাঙ্গা মোড়ে দুটি লরির ধাক্কা পর পর কয়েকটি দোকানে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ভোর রাতের ঘটনা। - Purulia 2 News