শীতলকুচি: ঠাকুর মনীষী পঞ্চানন বর্মার জন্মভিটা পরিদর্শনে সিপিআইএম কেন্দ্র কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি
বৃহস্পতিবার শীতলকুচি ব্লকের খলিশামারি অঞ্চলের অন্তর্গত ঠাকুর মনীষী পঞ্চানন বর্মার জন্মভিটা পরিদর্শনে করেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মকসুদুর ইসলাম ও প্রসেনজিৎ সরকার, গোসাইরহাট এরিয়া কমিটির সম্পাদক রাখাল সরকার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।