নলহাটি ২: ভদ্রপুর সহ আরো অনান্য গ্রামে বিজেপির সহায়তা কেন্দ্রে ফর্ম পূরণের জন্য ভিড়, উপস্থিত জেলা সম্পাদক মলয় অধিকারী
নলহাটি দুই নম্বর ব্লকের হাঁসন দুই মন্ডলের ভদ্রপুর গ্রামে উপর মনসা তলায় ও হাঁসন এক মন্ডলের লোহাপুর সহ আরো অন্যান্য গ্রামে বিকেল চারটে নাগাদ খোলা হয় ভারতীয় জনতা পার্টির নাগরিক সহায়তা কেন্দ্র ।ঐ সব সহায়তা কেন্দ্রে SIR এর ফর্ম পূরণের সাহায্য করা হয়। ভদ্রপুর গ্রামে ঐ সহায়তা কেন্দ্রে ফর্ম পুরনের সাহায্যে হাত লাগান ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা সম্পাদক মলয় অধিকারী।