বালুরঘাট: বালুরঘাট মঙ্গলপুর আদিবাসী পাড়া এলাকায় মারধরের ঘটনায় মৃত্যু এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির
বালুরঘাট মঙ্গলপুর আদিবাসী পাড়া এলাকায় মারধরের ঘটনায় মৃত্যু এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির। খুনের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে সোমবার দুপুর দু’টো নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করল বালুরঘাট থানার পুলিশ। আদালতে পুলিশ পক্ষ থেকে চার দিনের রিমান্ডের আবেদন জানানো হলেও বিচারক সবদিক বিবেচনা করে দুই দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ সোরেন (৪৬)।