খোয়াই: খোয়াই জেলাশাসকের নিকট কিশান কংগ্রেসের এক ডেপুটেশন প্রদান
Khowai, Khowai | Nov 29, 2025 খোয়াই জেলাশাসকের নিকট কিশান কংগ্রেসের এক ডেপুটেশন প্রদান এদিন কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই ডেপুটেশনটি প্রদান করা হয় দুপুর একটা কুড়ি নাগাদ। এদিন ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন পি সি সি সম্পাদক কার্তিক দেবনাথ, সদস্য পরিতোষ দাস, কিশান কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান অশোক কুমার বৈদ্য, জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য।