গত মঙ্গলবার মাথাভাঙ্গা ১ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বড়ো দোলা এলাকায় চিতা বাঘের হানায় জখম হন গণেশ বর্মন নামে এক ব্যক্তি।এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে আসে।চিতা বাঘ ধরতে রাতে খাঁচা পাতে বন দফতর। শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত খাঁচায় চিতা বাঘ ধরা পড়েনি।গ্রামবাসীরা জানান পরে আর এলাকায় চিতা বাঘটিকে দেখা যায়নি।তবে আতঙ্ক কাটেনি এলাকায়।