সিউড়ি ১: তৃণমূল কর্মীদের আশ্বাসে কাজ চালু করলেন বলে জানালেন সিউড়ির হাটজন বাজার রেল ওভারব্রিজের প্রজেক্ট ম্যানেজার
Suri 1, Birbhum | Nov 23, 2025 রবিবার দিন তৃণমূল কর্মীদের পক্ষ থেকে সিউড়ির হাট্জন বাজার রেল ওভার ব্রিজ তৈরির অফিসে গিয়ে কর্মীদেরকে শুভেচ্ছা ও পুনরায় কাজ চালু করার দাবি জানায়। আর তাদের কাছ থেকে শুভেচ্ছা পেয়েই তারা পুনরায় কাজ শুরু করলো এমনটাই জানালেন প্রজেক্ট ম্যানেজার।