শনিবার নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পৌরসভা পরিচালিত সকার কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা,প্রতিদ্বন্দিতা করে নবদ্বীপের দুই শক্তিশালী দল নিউ শিব শংকর ক্লাব বনাম নবম বর্ষ সকার কাপ চ্যাম্পিয়ন ঘোষ পাড়া পঞ্চদশ পল্লী,খেলায় ১-০ গোলে নিউ শিব শংকর ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে যায় ঘোষপাড়া পঞ্চদশ পল্লী,স্থানীয় দুই শক্তিশালী দলের খেলা দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন ২০ থেকে প্রায় ২৫ হাজার ক্রীড়া প্রেমী দর্শক।