মা ফোনে বকাবকি করাতে বিষ খেয়ে আত্মঘাতী গৃহবধূ। মৃতের নাম অন্তরা ঘোষ (২১) বাপের বাড়ি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এলাকায় আর বিবাহ হয়েছিল হুগলির শ্রীরামপুরে। গত শুক্রবার মা ফোনে বকাবকি করে মেয়েকে আর সেই রাগের বসে মেয়ে অন্তরা ঘাস মারার বিষ পান করে ফেলে। বিষ খাওয়ার কথা জানতে পেরে শ্বশুরবাড়ির লোকজন তাকে প্রথমে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে অন্তরার বাপের বাড়ির লোকজন তাকে রেফার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে চলে আসে চিকিৎসার জন্য।