আজ দুপুর একটা নাগাদ দমদম বিধানসভার অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভার ছাতাকল দুর্গা মণ্ডপের সামনে এবং সাহেববাগান সম্মিলনীতে অনুষ্ঠিত হল বিশেষ জনসভা ‘উন্নয়নের সংলাপ’। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত ও উদ্ভাবিত “উন্নয়নের পাঁচালি— বাংলার গৌরবোজ্জ্বল ১৫ বছর” উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।