সবং: সবং থানার ওসি গড়বেতা থানার ওসি হিসেবে দায়িত্ব পাওয়ার পর যোগ দিতে যাওয়ার সময় শুভেচ্ছা জানালো পুলিশ কর্মীরা
বৃহস্পতিবার রাত্রি দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সবং থানার ওসি চঞ্চল সিংহ গরবেতার ওসি হিসেবে দায়িত্ব পাওয়ার পর যোগদানের উদ্দেশ্যে রওনা দেন। গরবেতা যাওয়ার সময় সবং থানার পুলিশ কর্মীরা তাকে শুভেচ্ছা জানান। কতকাল পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক থানার ওসি রদ বদলের ঘোষণা হয়েছে। সেই মতো সবং থানার ওসি চঞ্চল সিংহের দায়িত্ব দেয়া হয়েছে গড়বেতা থানার ওসি হিসেবে।