পূর্ব বর্ধমানের গলসির জাগুলিপাড়াতে শুভ সূচনা হলো ফুটবল প্রতিযোগিতার। জাগুলিপাড়া ফুটবল ক্লাবের পরিচালনায় রবীন্দ্র–নজরুল নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় বুধবার দুপুর তিনটে। আটটি দলকে নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গলসি ইউনাইটেড ক্লাব ও হাটগোবিন্দপুর।খেলার প্রথমার্ধের ৯মিঃ সুনীল কার্জের গোলে এগিয়ে যায় হাটগোবিন্দপুর। ১৪মিঃ গলসির কৃষ্ণা গোল করে ম্যাচে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে