বাইকে করে বাড়ি ফেরার পথে চান্দোল এলাকায় পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হল কালিয়াগঞ্জ থানার ফতেপুরের সোনার পাড়ার বাসিন্দা ৩৩ বছরের প্রমথ সরকারের। গুরুতর আহত অবস্থায় প্রথমে কালিয়াগঞ্জ হাসপাতাল, পরে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মাথায় গুরুতর আঘাতের কারণে অন্যত্র নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।