আলিপুরদুয়ার -১ ব্লকের জিৎপুর এলাকায় হাতির হানায় নষ্ট হলো আলু খেত তো ফুল বাগান। সোমবার সকাল সাড়ে এগারটা নাগাদ ওই জানা গেলো অনেকেরই জমির ফসল নষ্ট হয়েছে হাতির হানায়।স্থানীয়দের অনুমান এদিন ভোরে ওই এলাকায় হাতি এসেছিল বক্সা টাইগার রিজার্ভ থেকে।এদিন জমিতে গিয়ে হাতির পায়ের ছাপ দেখতে পেয়েছেন ওই এলাকার বাসিন্দারা।