আলিপুরদুয়ার শহরে কালজানি সেতু থেকে বীরপাড়া যাওয়ার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল।রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল গর্ত।সেই রাস্তা সংস্কার শুরু করলো পূর্ত দপ্তর।বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দেখা গেলো শ্রমিকরা রাস্তায় কাজ করছে।রাস্তার মাঝে যে গর্ত হয়েছিল সেগুলোতেও তাপ্পি দেওয়া শুরু হয়েছে।গোটা রাস্তাতেই একই ভাবে কাজ হবে বলে জানানো হয়েছে।