তুফানগঞ্জ ১: গাদ্দারদের কোন জাত নেই,তুফানগঞ্জে বাংলা বাঁচাও যাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বললেন মীনাক্ষী মুখার্জী
শনিবার বিকেলে তুফানগঞ্জ থেকে বাংলা বাঁচাও যাত্রার শুভ সূচনা হয়। তুফানগঞ্জ থেকে আলিপুর হয়ে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে দলীয় কর্মীরা। এ কর্মসূচি উপলক্ষে এদিন তুফানগঞ্জ দোলমালার মাঠে একটি সমাবেশের আয়োজন করে সিপিআইএম তুফানগঞ্জ কমিটি। সেখানেই বক্তব্য দিতে গিয়ে যারা দল বদল করেন এবং পূর্ববর্তী দলের দলীয় কর্মীদের উপর আক্রমণ করেন তাদেরকে গাদ্দার বলে অভিহিত করেন এবং তাদের কোন জাত নেই বলে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।