মুর্শিদাবাদ রাজ্যবাসী এবং সমগ্র তেজবাসীর বর্তমানে এখন এক বিশাল আবেগে পরিণত হয়েছে বেলডাঙার বাবরি মসজিদের নির্মাণ বিষয়ে, জেলা সহ রাজ্যের বিভিন্ন মানুষ প্রত্যেক দিনই মাথায় করে ইট সহ নানান সরঞ্জাম নিয়ে আসছে বাবলি মসজিদ তৈরির জন্য। কিন্তু এখনো পর্যন্ত মসজিদ নির্মাণের কার্য শুরু হল না সে নিয়ে প্রশ্ন তুললেন আজ বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ।