লোকসংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে সাজলো গলসির উত্তরণ সংঘের ৫২ তম শ্যামা পূজা রবিবার সন্ধ্যায় ছটায় পূজার উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেত্রী সর্বরী মুখার্জী ও সমাজসেবীকা ঐশী ঘোষ দস্তিদার। উদ্বোধনী মঞ্চেই বিশিষ্ট অতিথি ও সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। এবারের মণ্ডপের থিম সাঁওতাল পরগনার বাড়ি। মাটির গন্ধে ভরপুর সেই আবহে যেন মিশে গিয়েছে গ্রামীণ জীবনের সরলতা। মণ্ডপের প্রতিটি কোণে ফুটে উঠেছে সাঁওতালি সংস্কৃতির ছোঁয়া,দেওয়ালে টেরাকোটার কাজ