ঘটনা প্রসঙ্গে শুক্রবার প্রতিক্রিয়া দেন তারা। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যার আকাশে রহস্যময় আলোর গোলা দেখতে পান বিস্তীর্ণ এলাকার মানুষ। আর এই আগুনের গোলায় নাটাবাড়ি কুমোর পাড়া এলাকার পরেশ দেশের বাড়িতে একটি ঘর পুড়ে যায়। কোন বিদ্যুতের শরসার্কিট থেকে বা অন্য কোন উপায়ে আগুন লাগেনি। তাদের দাবি রহস্যময় আগুনের গোলা তাদের বাড়ির উপর দিয়ে যাওয়ার পথে ঘরের চাল সংলগ্ন এলাকায় আগুন লাগে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।