গাজোল: টোটো চুরি কাণ্ডে বড়োসড়ো সাফল্য পেলো গাজোল থানার পুলিশ,একটি টোটো সহ গ্রেফতার ২
Gazole, Maldah | Nov 5, 2025 টোটো চুরি কাণ্ডে বড়োসড়ো সাফল্য পেলো গাজোল থানার পুলিশ। ভোর রাত্রিতে টহল দারিতে বেরিয়ে গত সোমবার টোটো সহ ১ চোরকে গ্রেফতার করে গাজোল থানার ASI প্রদীপ কুমার যাদব। পুলিশ সূত্রে জানা গেছে ওই টোটো চোরের নাম জাহাঙ্গীর আলম বয়স (২৮)। বাড়ির রায়গঞ্জ থানার রাড়ীয়া গ্রামে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হলে সাত দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় আদালত। জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করে টোটো চুরি চক্রের মূল পান্ডার নাম ঠিকানা জানতে পারে পুলিশ। জানা যায় হেমতাবাদ থানা এলাক