খোয়াই: খোয়াই অটো স্ট্যান্ড থেকে বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ
Khowai, Khowai | Dec 2, 2025 *খোয়াই অটো স্ট্যান্ড থেকে বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ* ঘটনার বিবরণে প্রকাশ, গত ২৭ নভেম্বর খোয়াইধীন বনকর এলাকার বয়স কুড়ির গৃহবধূ রিতা দাস (২০) খাস কল্যানপুর বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে স্বামীর সন্দীপ বর্মন খোয়াই অটো স্ট্যান্ডে একটি গাড়িতে তুলে দেন। পরবর্তীতে বিকেলে গৃহবধূর মোবাইলে ফোন করলে সুইচ অফ আসে।