এক মহিলার মৃতদেহ উদ্ধার করল যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতাল থেকে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ শনিবার বিকেল পাঁচটা নাগাদ। শামুকতলা থানার পূর্ব চেপানী এলাকার দিপালী অধিকারী নামে এক মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে এদিন মহিলার বাড়ীতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকেরা। এরপর তাকে যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ তাদের হেফাজতে নেয়।মহিলার দুই কন্যা রয়েছে।