পৌষ পার্বণকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের জামালপুর রায়না ও খণ্ডঘোষ ব্লকের প্রত্যেকটি অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিতে পিঠে উৎসবের আয়োজন করা হলো। প্রতিদিনের রুটিন মাফিক পুষ্টিকর খাদ্য যেমন খিচুড়ি ডিম সিদ্ধ সহ একাধিক পদ রান্না করে গর্ভবতী শিশুদেরকে দেওয়া হয়। তার পাশাপাশি প্রতিদিনের রুটিনের বাইরে ও এমনই উদ্যোগ নেওয়া হয়েছে পিঠে উৎসব। এমনই চিত্র দেখা গেল পূর্ব বর্ধমানের জামালপুরের ২৯০ নম্বর পাড়া অঙ্গনারী কেন্দ্রে। সিদ্ধ পিঠে পাটিসাপটা পায়েস সহ একাধিক পদ তৈরি কর