বাংলাদেশী অনুপ্রবেশকারীর অভিযোগ ছিল রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলী খাতুনের। মঙ্গলবার খসড়া ভোটার তালিকায় প্রকাশের পর দেখা গেল নাম বাদ যায়নি এই লাভলী খাতুনের। ২০১৫ সালের তার ভোটার কার্ড ইস্যু হয়েছিল এবং সমস্ত ভুয়া তথ্য দিয়ে এদেশের নাগরিকের পরিচয় দেয়া অভিযোগ উঠেছিল। পরে উচ্চ আদালতের মামলা তারপর লাভলী খাতুন কে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরানো। এই সবকিছুর মাঝে খসড়া তালিকায় থেকে গেল এই লাভলী খাতুন এর নাম।