বীরভূম জেলার মুরারই২ ব্লকের কাশিমনগর কিষাণ মান্ডি তে গতকাল বুধবার থেকে দুই দিনের কৃষি কাজ নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির করা হয়েছিল।তারি আজ ৮ই জানুয়ারি বৃহস্পতিবার আনুমানিক সকালে দিক থেকে আনুমানিক দুপুরের দিক পর্যন্ত।দ্বিতীয় দিনে কৃষি কাজ নিয়ে প্রশিক্ষণ শিবির দেওয়া হয়েছে। পাইকর ১ নম্বর ও আমডোল অঞ্চলের কৃষকদের। এদিনের প্রশিক্ষণ শিবিরে আলোচনা করা হয়েছে। আগামী দিনে কৃষকরা কিভাবে কৃষি কাজ করবে সেইসব বিষয়ে।