মুরারই ২: পাইকরগ্রামে নবান্ন উৎসব উপলক্ষে পাইকর হালদারপাড়ায় এক মৃৎ শিল্পী কার্তিকঠাকুর সহ বিভিন্ন ঠাকুর তৈরির কাজ জোর কদমে চলছে
বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত পাইকর 1 অঞ্চলের।পাইকর গ্রাম জুড়ে আগামী বাংলার 21 অগ্রহায়ণ ইংরেজি ৮ ডিসেম্বর সোমবার নবান্ন উৎসব অনুষ্ঠিত হবে। নবান্ন উৎসব উপলক্ষে পাইকর হালদার পাড়ায় এক মৃৎ শিল্পী কার্তিক ঠাকুর সহ বিভিন্ন ঠাকুর তৈরির কাজ জোর কদমে চলছে। জানা যায় পাইকর হালদার পাড়ায় নবান্ন উৎসব উপলক্ষে।