দুবরাজপুর: কলকাতার কসবা হোটেল থেকে উদ্ধার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ লোসালকার রক্তাক্ত দেহ, শোকস্তব্ধ দুবরাজপুর
কলকাতার কসবা থানার একটি হোটেল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে দুবরাজপুরের বাসিন্দা ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ লোসালকার (৩৩)-এর মৃতদেহ। শুক্রবার রাত দশটার সময় পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা হয় তাঁর। সে সময় তিনি জানান, বাইকে করে নিউ আলিপুরে যাচ্ছেন। এরপর আর যোগাযোগ না পাওয়ায় উৎকণ্ঠা বাড়তে থাকে। শনিবার থানার পক্ষ থেকে দুবরাজপুর থানায় খবর আসে তাঁর মৃত্যুর।