বনগাঁ স্টেশন থেকে ১০ কেজি রুপো সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জিআরপি বনগাঁ জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ স্টেশনে শুক্রবার রাতে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১০ কেজি রুপোর বল উদ্ধার করে। উদ্ধার করা রুপোর বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা ৷ বেআইনি রূপো পাচারের অভিযোগে সঞ্জীব পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জিআরপি | শনিবার সকালে ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদেন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে।