দলীয় অভ্যন্তরীণ তথ্য চুরির উদ্দেশ্যে । -PAC অফিসে ED-র হানার প্রতিবাদে আউশগ্রামের ভেদিয়ায় ধিক্কার মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন আনুমানিক বিকাল ৫টা নাগাদ ওই মিছিলে হাঁটেন আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, তৃণমূল নেতা প্রশান্ত গোস্বামী, নাসিরুল শেখ সহ অনান্যরা। জানা গিয়েছে, উন্নয়নের পাঁচালির প্রচারের মাঝেই এদিন ED-র হানার খবর আসে। আর এরপরেই দলীয় তথ্য চুরির অভিযোগ তুলে পথে নামে তৃণমূল কংগ্রেস।