ঘটনাটি সোমবার তুফানগঞ্জ দুই ব্লকের টাকোওয়ামারি এলাকার ঘটনা। জানা গেছে মহিষকুচি দুই গ্রাম পঞ্চায়েতের টাকোয়া মারি এলাকা থেকে পুরনো কবিরাজের বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয় গত রবিবার। অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করায় 24 ঘন্টা যেতে না যেতেই উঠে যাচ্ছে পিচের প্রলেপ। তাই বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা।