মথুরাপুর ২: শুটকি মাছ ব্যবসা করে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মথুরাপুর দু'নম্বর ব্লকের শুটকি মাছ ব্যবসায়ীরা
প্রত্যেক বছরের শীতকাল আসতেই শুরু হয় এই শুটকি মাছের ব্যবসা কিন্তু প্রত্যেক বছরের তুলনায় এ বছর শুটকি মাছ ব্যবসা করে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মথুরাপুর দু নম্বর ব্লকের তিন নম্বর চৌদ্দশির এলাকার শুটকি মাছ ব্যবসায়ীরা ।আর এ বিষয়ে আজ অর্থাৎ সোমবার বিকাল পাঁচটা নাগাদ পাবলিক অ্যাপে কি বললেন এক শুটকি মাছ ব্যবসায়ী। চলুন শুনে না যাক সরাসরি পাবলিক অ্যাপে তিনি ঠিক কি বললেন।