আগামী ৭ ডিসেম্বর ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। শুক্রবার প্যারেড গ্রাউন্ড এলাকায় এলাকা পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। অনুষ্ঠানকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে প্রাক্তন বিধায়ক অনুষ্ঠানে থাকবেন এমনটাও জানিয়েছেন তিনি।