খণ্ডঘোষ: খণ্ডঘোষের পাড়ায় পাড়ায় গিয়ে বিধায়ক নিজে হাতে ফরম ফিলাপ করে দিচ্ছেন এস আই আর এনুমারেশন ফর্ম
গোটা রাজ্যজুড়ে চলছে, এস আই আর প্রক্রিয়া আর তার জন্যই বিধায়ক নিজে খন্ডঘোষ ব্লকের একাধিক এলাকায় গিয়ে সাধারণ মানুষকে সহায়তা প্রদান করছেন ফরম ফিলাপ করে নিজের হাতে। রবিবার একই চিত্র দেখা গেল বিকেলে খণ্ডঘোষের একাধিক এলাকায় গিয়ে সাধারণ মানুষদের এই ফরম ফিলাপ করে দিলেন।