তুফানগঞ্জ ১: তল্লিতলা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, লড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ,টুকরো হয়ে গেল বাইক,ঘটনাস্থলেই মৃত্যু একজনের,গুরুতর ১
ঘটনাটি ঘটনাটি শনিবার বিকেলে চিলাখানা এক গ্রাম পঞ্চায়েতের তল্লীতলা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম ঝুঁটন পাল (২২) । গুরুতর ফ আহত যুবকের নাম বিক্রম দাস (২৩) । দুজনের বাড়ি চিলাখানা উত্তর পালপাড়া এলাকায়। জানা গেছে একই মোটরসাইকেলে করে নাটাবাড়ি দিক থেকে চিলাখানার দিকে আসতে ছিলেন ঐ দুই যুবক। তল্লিতলা এলাকায় বিপরীত প্রান্ত থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। কটনা স্থলের মৃত্যু হয় ঝুটন পালের।