মাথাভাঙা ১: এস আই আর নিয়ে তবে কি করতে মাথাভাঙ্গা এলেন রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল
এস,আই,আর এর কাজের তদারকি করতে শুক্রবার বিকেল তিনটা নাগাদ মাথাভাঙ্গা বিধানসভা চষে বেড়ালেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল।শুক্রবার মাথাভাঙ্গা ২ ব্লকের নিশিগঞ্জ থেকে কর্মসূচির সূচনা করে শিলডাঙা, ফুলবাড়ি,ঘোকসাডাঙা এবং মাথাভাঙ্গা শহরে বাংলার ভোট রক্ষা শিবিরে দলীয় কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন।বৈঠক শেষে মন্ত্রী জানান এস,আই,আর প্রক্রিয়া সম্পন্ন করতে বি,এল,ও ২ দের নিয়ে বৈঠক করেছি। মাথাভাঙ্গা বিধানসভা এলাকায় ৭৮% কাজ এগিয়েছে।