ভাঐর থানা অঞ্চলের গাংধর এলাকায় নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত নাবালিকার নাম শান্তি পাল (১৫)। শনিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক দুপুর তিনটা নাগাদ পরিবারের সদস্যরা ঘরের ভিতরে শান্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ ঘরের ভিতর থেকে নাবালিকার দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।