পুরুলিয়া ২: পুরুলিয়া নিমটাড় এলাকায় ব্যক্তির মৃত্যু, ময়নাতদন্তে দেহ পাঠানো হয় পুরুলিয়া মেডিকেলের মর্গে
পুরুলিয়া শহরের নিমটাড় এলাকায় অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির । মৃতের নাম সুরেশ সাউ । বাড়ি পুরুলিয়া মফস্বল থানার চয়েনপুর এলাকায় । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুরুলিয়া মেডিকেল কলেজের হাতুয়াড়া মর্গে পাঠায় পুরুলিয়া সদর থানার পুলিশ ।