খণ্ডঘোষ: ৯০ টাকার টিকিট কেটে কোটিপতি হলেন উচালনের দম্পতি
ভাগ্য সুপ্রসন্ন হলে কী না হয়! ভাঙা ঘরে,লোকের জায়গায় যারা বাস করেন তারাই আজ কোটিপতি। পূর্ব বর্ধমানের উচালনের এক ছোট্ট চায়ের দোকানের মালিক মাত্র নব্বই টাকার লটারির টিকিট কেটেছিলেন দুদিন আগে। শুক্রবার ওই টিকিট টি কাটা হয়। ডিলারের ঘর থেকে টিকিট নিয়ে বিক্রি করেন রিটেলার। এদিকে ওই টিকিট কাটেন জলি বিষয়ী। তিনি ও তার স্বামী টুলু বিষয়ী আজ থেকে বেশ কয়েক বছর আগে এখানে আসেন। উড়িষ্যা থেকে রাইসমিলে কাজ করতে এসেছিলেন তারা। সেই রাইসমিল বন্ধ হলে স্বামী অন্য রাইসমিলে কা