ইটাহার: ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসে যোগ দিলেন ইটাহারের প্রাক্তন MLA অমল আচার্য
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন ইটাহারের প্রাক্তন MLA তথা তৃণমূলের প্রাক্তণ জেলা সভাপতি অমল আচার্য। বুধবার কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তার হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। এদিন অমল আচার্যের সঙ্গে কংগ্রেসে যোগ দেন ইটাহার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আব্দুস সামাদ সহ বেশকিছু অনুগামী।