রঘুনাথপুর ১: রঘুনাথপুর কলেজের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত SDPO,IC,পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্যরা
অন্যান্য বছরের ন্যায় এবছরেও পুরুলিয়ার রঘুনাথপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে।প্রথমদিনে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া।২দিন ধরে চলা প্রতিযোগিতার সফল প্রতিযোগিদের হাতে বৃহস্পতিবার বিকেলে পুরস্কার তুলে দেওয়া হয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে।এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রঘুনাথপুরের SDPO রোহেদ শেখ ,রঘুনাথপুর থানার বিদায়ী আই সি অর্ঘ্য মন্ডল সহ অন্যরা।