খোয়াই: MGNREGA কনভারজেন্স নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত খোয়াই জেলা শাসক কার্যালয়ে
Khowai, Khowai | Nov 29, 2025 MGNREGA কনভারজেন্স নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত খোয়াই জেলা শাসক কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য মহাত্মা গান্ধী MGNREGA-এর অধীনে কাজের পরিকল্পনা এবং শ্রম বাজেট তৈরির জন্য MGNREGA-এর অধীনে কনভারজেন্স নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা দুপুর বারোটা ৩০ মিনিট নাগাদ অনুষ্ঠিত হয়। আজ খোয়াইয়ের জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের রজত পান্তের সভাপতিত্বে।